আমাদের দেশে প্রেক্ষাপটে

আমাদের দেশে প্রেক্ষাপটে

Raihanul Haque Rohan   03 April 2018    3077 Last Updated : 12:30 PM 03 April 2018

আমাদের দেশে প্রেক্ষাপটে একটা জিনিস খুব দেখা যায়, মাতার পক্ষের আত্মীয়-স্বজনকে বেশি আপন মনে করা হয় । আর পিতার পক্ষের আত্নীয়ের সাথে কেমন জানি শত্রু শত্রু ভাবা হয় l - পিতার পক্ষের আত্বীয়দের সাথে প্রায় সময় দেখা-সাক্ষাত হয়ে থাকে, কিন্তু মাতার পক্ষের আত্বীয়ের সঙ্গে অনেকদিন পর পর দেথা হই । এজন্য ভালোবাসাটা মাতার পক্ষের আত্বীয় এর উপর বাড়ে। - এর পেছনে এসব কিছু কারণ থাকতে পারেঃ - * ঘন ঘন সাক্ষাত আত্বীয়তা কমায় । * যেকোন বিষয়ের উপর দ্রুত হিংসা সৃষ্টি করে । * চলতি পরিস্থিতিতে সবাই মায়ের পক্ষের আত্বীয়কে বেশি প্রিয় ভাবে বলে । * জমি-জমা ভাগাভাগি নিয় বিরোধ সৃষ্টি হবার ফলে । * একে পক্ষ - অন্য পক্ষ দুজনই নিজেদের আত্বীয়টাকে ভালোবাসার সহিক গ্রহণ না করার ফলে ।

Last Updated : 12:30 PM 03 April 2018